• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

নড়াইলে রকেট প্রতারক চক্রের  সদস্য আটক

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ অক্টোবর ২০২০, ১২:২১
Rocket fraudsters, arrested, rtv news
নড়াইল

অনলাইন রকেট প্রতারক চক্রের এক সদস্যসহ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া ২২ হাজার টাকা উদ্ধার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা।

বুধবার রাতে জেলা পুলিশ সুপারের গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কেষ্টন ব্যাটারি ফ্যাক্টরির টেকনিশিয়ান মো. নাজমুল হক তার সেপ্টেম্বর মাসের বেতন ২২ হাজার টাকা অনলাইন রকেটের মাধ্যমে পান। পরে তিনি টাকা তুলতে গিয়ে জানতে পারেন তার রকেট অ্যাকাউন্ট হ্যাক করে কেউ টাকা নিয়ে গেছে।

প্রযুক্তির মাধ্যমে জানা যায়, উক্ত টাকা সোনারগাঁও থেকে ময়মনসিংহ, গাজীপুর হয়ে নড়াইলের লোহাগড়ায় করিম খলিফার মোবাইলে আসছে। বিষয়টি মোঃ নাজমুল হক, নড়াইল পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিনকে জানালে তিনি গোয়েন্দা পুলিশ নড়াইল শাখাকে টাকা উদ্ধারের জন্য বলেন। তাৎক্ষনিক জেলা গোয়েন্দা পুলিশের তৎপরতায় দুই ঘন্টার মধ্যে লোহাগড়া কলেজ পাড়ায় নির্মাণ শ্রমিক করিম খলিফাকে আটক করে ২২ হাজার টাকা উদ্ধার করে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জিএম/জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেঘনায় অবৈধ বালুবহনকারী দুটি বাল্কডেসহ আটক ৮
বাড়ির উঠানে গাঁজার চাষ, আটক ১ 
সালমান এফ রহমানের ঘনিষ্ঠ তারেক আলম আটক
আনোয়ারায় ৩ গরু চোর আটক